a mobile banking service

Free Web Hosting

Free Hosting

অ্যান্ড্রোয়েডে ফাইল বিনিময়

অ্যান্ড্রোয়েড চালিত স্মার্টফোনের তথ্য, ফাইল ইত্যাদি কম্পিউটার থেকে নিতে বা ফোনে রাখতে মূলত কেব্ল সংযোগ ব্যবহার করতে হয়। ফোনের কেব্ল সঙ্গে না থাকলেও আপনার স্মার্টফোনের তথ্য, ছবি, ফাইল ল্যাপটপ কম্পিউটারে রাখতে পারবেন ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে। এ জন্য ওয়াইফাই ফাইল ট্রান্সফার নামের অ্যাপস http://goo.gl/b8ZqKL ঠিকানা থেকে নামিয়ে ফোনে ইনস্টল করুন। আপনার ল্যাপটপ কম্পিউটারে এবং ফোনের ওয়াইফাই সেবা চালু করে নিয়ে অ্যাপসের Start বোতাম চাপুন। কিছুক্ষণ অপেক্ষা করলে ওয়াইফাই অ্যাকসেসের জন্য একটি আইপি ঠিকানা জেনারেট হবে এবং এখানে বলে দেওয়া হবে Enter this URL in your computers browsers এবং ব্যবহারযোগ্য আইপি ঠিকানা উল্লেখ করা থাকবে। URL বা আইপি ঠিকানা কম্পিউটারের সঙ্গে লোকাল এরিয়া সংযোগ স্থাপনের একটি রাস্তা তৈরি করে থাকে। এখানে পাওয়া আইপি ঠিকানাটি (http://192.168.178.49:1234) হুবহু গুগল ক্রোম বা অন্য যেকোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে এন্টার চাপুন। ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত হয়ে যাবে এবং সম্পন্ন হলে ফোনের অ্যাপসে The server will run in the background…until press stop বার্তার মাধ্যমে আপনাকে তা জানিয়ে দেওয়া হবে। এবার ল্যাপটপের ব্রাউজারে ফোনের এসডি কার্ডের সব তথ্য দেখতে পারবেন এবং প্রয়োজনে সেখান থেকে যেকোনো কিছু নিতেও পারবেন। ফাইল কম্পিউটারে নিতে চাইলে সেটি বাঁয়ের টিক চিহ্ন থেকে নির্বাচন করে Download চাপুন। কোনো ফাইল ফোনে রাখতে পর্দার বাঁ পাশের নেভিগেটর থেকে তা দেখে নিয়ে Select Files-এ ক্লিক করলে নতুন ডায়ালগ বক্স চালু হবে এবং যে যে ফাইল দরকার তা নির্বাচন করে Start Upload-এ ক্লিক করলে সেটি ফোনে সংরক্ষণ হবে।
—মো. রাকিবুল হাসান

Post a Comment