a mobile banking service

Free Web Hosting

Free Hosting

প্রোফাইল তৈরির পরামর্শ

অনলাইনে পেশাদার কাজ করতে সবার আগে প্রয়োজন সুন্দর একটি প্রোফাইল তৈরি। অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত ইল্যান্স, ওডেস্ক ও ফ্রিল্যান্সারে সুন্দর ও সম্পূর্ণ প্রোফাইল কাজ পাওয়ার একটি পূর্বশর্ত। দক্ষ ও অভিজ্ঞ ফ্রিল্যান্সারা তাই সব সময়ই সুন্দর ও পেশাদার প্রোফাইল তৈরির পরামর্শ দেন।

 



পরামর্শ
১. প্রোফাইল তৈরিতে দক্ষতা ও কাজের বর্ণনা দিতে পারেন। এ ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন। ইউটিউবে দেখে নিতে পারেন আপনার প্রোফাইল সাজানোর টিউটোরিয়াল।

২. আপনি যে বিষয়ে পারদর্শী, সেটিকে তুলে ধরতে চেষ্টা করুন।

৩. প্রোফাইল সুন্দরভাবে গোছান, শতভাগ প্রোফাইল সম্পূর্ণ করুন।

৪. ফ্রিল্যান্সার সাইটগুলোতে কাজ শুরু করার আগে আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়গুলোতে পরীক্ষা দিন এবং ভালো ফল করতে চেষ্টা করুন। যে বিষয়ে পরীক্ষা দেবেন, সে বিষয়ে আগে কিছু পড়াশোনা করে তবে পরীক্ষা দিন।

৫. আপনার কাজের নমুনা বা স্যাম্পল তৈরি করে প্রোফাইলে যুক্ত করুন। আপনার নমুনা কাজগুলো বায়ারকে আকৃষ্ট করতে পারে আর আপনাকে কাঙ্ক্ষিত কাজটি এনে দিতে পারে।

Post a Comment