a mobile banking service

Free Web Hosting

Free Hosting

ফাইল থাক গুগল ড্রাইভে

নিজের যন্ত্রে নয়, ওয়েবে গুগল ড্রাইভে রাখা যায় যেকোনো ফাইল। কম্পিউটার বা মোবাইল ফোনের তথ্য বা ফাইল গুগল ড্রাইভে রেখে পরে সিনক্রোনাইজ করে সেগুলো ব্যবহার করা যায়। এখানে ব্যবহারকারীর জন্য ১৫ গিগাবাইট তথ্য বিনা মূল্যে রাখা যাবে।
জিমেইল ব্যবহারকারীরা https://drive.google.com ওয়েব ঠিকানায় গিয়ে পরিচিতি (আইডি) এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে এ সুবিধা নিতে পারেন। অন্য ই-মেইল ব্যবহারকারীরা ঠিকানার লাল Sign Up বোতাম চেপে সব ঘর পূরণ করে ই-মেইলের ঘরের নিচে I prefer..address-এ ক্লিক করে ই-মেইল ঠিকানা লিখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।
এরপর গুগল ড্রাইভের এখানে Create-এর লাল বোতাম চেপে Folder নির্বাচন করে এর একটি নাম দিয়ে Create চাপুন। গুগল ড্রাইভে রাখা যেকোনো ফাইলে ডান ক্লিক করে Move to নির্বাচন করে তৈরি করা ফোল্ডার দেখিয়ে দিলে সেটি সেই ফোল্ডারে চলে যাবে।
কম্পিউটার থেকে কোনো ফাইল গুগল ড্রাইভে রাখতে চাইলে Create-এর লাল বোতামের পাশের Upload বোতাম চেপে Files নির্বাচন করে যে ফাইল এখানে রাখতে চান সেটি দেখে দিন। ফাইল রাখার প্রক্রিয়া শুরু হবে এবং এটি সম্পন্ন হলে তা যে কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। এ জন্য ফাইলের ওপর ডান ক্লিক করে Share চেপে আবারও Share নির্বাচন করুন। একটি ঠিকানা পাবেন। এটিতে গিয়ে সেটি নামিয়ে নেওয়া যাবে।
—মো. রাকিবুল হাসান

Post a Comment