a mobile banking service

Free Web Hosting

Free Hosting

ওয়েবসাইট দ্রুত ব্রাউজ করুন

ওয়েবসাইট তৈরির জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইট মাঝেমধ্যে খুলতে অনেক সময় নেয়। ইচ্ছে করলে এ কাজটি দ্রুত করা যায়।অর্থাৎ একটি প্লাগ-ইন ইনস্টল করে ওয়েবসাইট দেখার গতি বাড়িয়ে নেওয়া যায়।
এ জন্য http://wordpress.org/plugins/w3-total-cache ঠিকানা থেকে w3-total-cache প্লাগ-ইনটি নামিয়ে নিন। তারপর আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে Plug-in অপশনে ক্লিক করুন। এবার Add new থেকে Upload অপশনে ক্লিক করে Choose File-এ নামানো প্লাগ-ইনটি নির্বাচন করে দিন। এবার Install Now-এ ক্লিক করুন। আপলোড হয়ে গেলে অ্যাকটিভ বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় রিলোড করে নিন। এবার দেখুন আপনার সাইট ওপেন হওয়ার সময় অনেক দ্রুত হয়েছে। প্লাগইনটি ব্যবহার করতে না চাইলে Plug-in অপশন থেকে নিষ্ক্রিয় করে রাখতে পারেন। —আছিব চৌধুরী

Post a Comment