ওয়েবসাইট তৈরির জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)
ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে
তৈরি ওয়েবসাইট মাঝেমধ্যে খুলতে অনেক সময় নেয়। ইচ্ছে করলে এ কাজটি দ্রুত
করা যায়।অর্থাৎ একটি প্লাগ-ইন ইনস্টল করে ওয়েবসাইট দেখার গতি বাড়িয়ে
নেওয়া যায়।
এ জন্য http://wordpress.org/plugins/w3-total-cache ঠিকানা থেকে w3-total-cache প্লাগ-ইনটি নামিয়ে নিন। তারপর আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে Plug-in অপশনে ক্লিক করুন। এবার Add new থেকে Upload অপশনে ক্লিক করে Choose File-এ নামানো প্লাগ-ইনটি নির্বাচন করে দিন। এবার Install Now-এ ক্লিক করুন। আপলোড হয়ে গেলে অ্যাকটিভ বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় রিলোড করে নিন। এবার দেখুন আপনার সাইট ওপেন হওয়ার সময় অনেক দ্রুত হয়েছে। প্লাগইনটি ব্যবহার করতে না চাইলে Plug-in অপশন থেকে নিষ্ক্রিয় করে রাখতে পারেন। —আছিব চৌধুরী
এ জন্য http://wordpress.org/plugins/w3-total-cache ঠিকানা থেকে w3-total-cache প্লাগ-ইনটি নামিয়ে নিন। তারপর আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে Plug-in অপশনে ক্লিক করুন। এবার Add new থেকে Upload অপশনে ক্লিক করে Choose File-এ নামানো প্লাগ-ইনটি নির্বাচন করে দিন। এবার Install Now-এ ক্লিক করুন। আপলোড হয়ে গেলে অ্যাকটিভ বাটনে ক্লিক করে ব্রাউজারটি পুনরায় রিলোড করে নিন। এবার দেখুন আপনার সাইট ওপেন হওয়ার সময় অনেক দ্রুত হয়েছে। প্লাগইনটি ব্যবহার করতে না চাইলে Plug-in অপশন থেকে নিষ্ক্রিয় করে রাখতে পারেন। —আছিব চৌধুরী
Post a Comment