a mobile banking service

Free Web Hosting

Free Hosting

ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড

অনলাইনে যেকোনো সেবা পেতে নির্ধারিত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডকে ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে সংরক্ষণ করে রাখা যায়। এতে আপনার ব্যবহার করা ই-মেইল বা ফেসবুক প্রতিবার আলাদাভাবে লগ-ইন না করেই শুধু একবার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করে প্রয়োজনে সেটিকে কাজে লাগানো যাবে। কিন্তু এতে কি নিরাপত্তা থাকছে?
যে কেউ চাইলেই সেই সাইটে ঢুকে আপনার সংবেদনশীল তথ্যে হানা দিতে পারে। আপনার কম্পিউটার অন্য কারও সঙ্গে শেয়ার করা থাকলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যাবে মজিলা ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড-সুবিধা ব্যবহার করে। এটি করতে প্রথমে ব্রাউজার থেকে ই-মেইলে ঢুকুন।এবার বাঁ দিকে ওপরে পাসওয়ার্ড সংরক্ষণ করার বার্তা দেখালে Remember Password চেপে সেটি সংরক্ষণ করে নিন। মাস্টার পাসওয়ার্ড নির্ধারণ করতে Option থেকে Tools-এ গিয়ে Security ট্যাবে ক্লিক করুন। তারপর Use Master password-এ টিকচিহ্ন দিলে Change Master Password ডায়ালগ বক্স চালু হবে। এখানে Enter New ও Re-enter Password ঘরে দুবার পাসওয়ার্ড লিখে OK করুন।
পাসওয়ার্ড কতটা মজবুত হলো, সেটি এখানের Password Quality Meter পরিমাপ করে দেবে। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য প্রয়োজনে বিশেষ চিহ্ন (! # $ % & *) যোগ করে নিতে পারেন। এখন নতুন যে কেউ সংরক্ষিত থাকা ওয়েবপেইজে ঢুকতে চাইলে তাঁকে অবশ্যই আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে তারপর সেই সাইট দেখতে হবে, নইলে তিনি সেটি দেখতে পারবেন না। এখন প্রতিবার নতুন লগ-ইন তথ্য সংরক্ষণ করতে চাইলে আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে তারপর সেটি সংরক্ষণ করতে হবে।
—মো. রাকিবুল হাসান

Post a Comment