a mobile banking service

Free Web Hosting

Free Hosting

দেয়ালের ওপাশের ছবি উঠছে মুঠোফোনে!

দেয়ালের ওপাশে বা আড়ালে কি ঘটছে তা দেখার জন্য মুঠোফোনই যথেষ্ট হবে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি জানিয়েছেন, দেয়ালের ওপাশে কী ঘটছে তা দেখার জন্য সাই-ফাই চলচ্চিত্রের সুপারম্যান হওয়ার আর প্রয়োজন পড়বে না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের সাম্প্রতিক এক খবরে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহার করেই সুপারম্যানের মতো এক্স-রে রশ্মির দৃষ্টি দিয়ে দেয়ালের ওপাশে কী আছে, তা দেখা সম্ভব হবে, ছবি তোলা যাবে বা ভিডিও ধারণ করা যাবে!
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষকেরা সম্প্রতি পুরু দেয়ালের ওপাশের তথ্য জানার জন্য একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাতে ওয়াই-ফাইয়ের সাহায্য নিয়েছেন তাঁরা। দেয়ালের ওপাশের চলমান কোনো বস্তুকে শনাক্ত করতে ওয়াই-ফাই ব্যবহারে তৈরি এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘ওয়াই-ভাই’।
গবেষক ডিনা কাটাবি ‘ওয়াই-ভাই’ প্রসঙ্গে জানিয়েছেন, এ পদ্ধতি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এটি বিশেষ ধরনের ওয়্যারলেস সিস্টেম যাতে দেয়ালের ওপাশের কোনো চলমান বস্তুকেও শনাক্ত করা যায়। এ প্রক্রিয়ায় ওয়াই-ফাই বেতার তরঙ্গ পরিমাপ করে দেয়ালের ওপাশের কোনো বস্তুর কম রেজুলেশনে ছবি তোলা সম্ভব।
গবেষকেরা জানিয়েছেন, ওয়াই-ভাই পদ্ধতিতে খুব কম রেজুলেশনে তথ্য ধারণ করা হয় বলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা কম। তবে এর উন্নয়নকাজ অব্যহত রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আগেভাগেই নীতিমালা তৈরি করা প্রয়োজন।
এর আগে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মোবাইল ফোনের সাহায্যে দেয়াল ভেদ করে ছবি তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা পাওয়ার দাবি করেছিলেন। ইলেকট্রো-ম্যাগনেটিক স্পেকট্রাম ও  কনজুমার গ্রেড মাইক্রোচিপ উদ্ভাবনের কথা জানিয়েছিলেন গবেষকেরা। ইলেকট্রো-ম্যাগনেটিক স্পেকট্রাম প্রযুক্তিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিশ্লেষণ করে টেরাহার্টজ ব্যান্ড তৈরি করেন গবেষকেরা। টেরাহার্টজ ব্যান্ড মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড রশ্মির মাঝামাঝি একটা তরঙ্গ দৈর্ঘ্য, যা এক্স-রে রশ্মির মতো কাজ করে এবং বস্তু ভেদ করতে পারে। টেরাহার্টজ তরঙ্গদৈর্ঘ্য যখন মোবাইল ফোনে এসে পৌঁছায়, তখন কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর (সিএমওএস) সেন্সর সে সংকেত ধরতে পারে এবং ছবি তুলতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে সিএমওএস সেন্সর সহজলভ্য। এই সেন্সর এখন ছোটো আকারের অনেক ডিভাইসে ব্যবহার করা হয়। মোবাইলে সিএমওএস সেন্সর ব্যবহার করায় খরচও কমে যাবে।

Post a Comment