মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চাইলে সহজেই হাইবারনেট অবস্থায়
রাখা যায়। এ জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে পাওয়ার অপশন বা বাঁ দিকে নিচের
কোনায় ডান ক্লিক করে পাওয়ার অপশন বা রান কমান্ডে powercfg.cpl লিখে
এন্টার করুন। আবার সার্চবারের সার্চ অপশনে powercfg.cpl লিখলে যে প্রোগ্রাম
আসবে, সেটিতেও ক্লিক করতে পারেন।পাওয়ার অপশনে গিয়ে বাঁ দিক থেকে ‘Choose
what the power buttons do’ অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর ওপরের নীল
লেখা ‘Change the settings that are currently unavailable’-এ ক্লিক করুন।
এখন দেখবেন, নিচের ঝাপসা অংশটুকু স্বাভাবিক হয়ে গেছে। নিচের হাইবারনেট
বক্সে ক্লিক করে সেভ চেঞ্জেস বোতামে ক্লিক করুন। এখন পাওয়ার মেনুতে ক্লিক
করলে আপনি হাইবারনেট অপশন দেখতে পারবেন।
Post a Comment