a mobile banking service

Free Web Hosting

Free Hosting

ছয় ইঞ্চির আইফ্যাবলেট আনছে অ্যাপল!

ট্যাবলেট কম্পিউটারের বেশ কিছু নতুন ফিচার যুক্ত করে ছয় ইঞ্চি মাপের একটি নতুন আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। বড় মাপের হওয়ায় এটি হবে ফ্যাবলেট। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে একে ‘আইফ্যাবলেট’ নামেই ডাকা হচ্ছে।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক খবরে বলা হয়েছে, আইফ্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের ফ্যাবলেট গ্যালাক্সি মেগার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শিগগিরই বড় মাপের এই আইফ্যাবলেটের ঘোষণা দিতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি।
এদিকে বাজারবিশ্লেষকেরা ধারণা করছেন, ১০ সেপ্টেম্বর নতুন আইফোনের ঘোষণা দিতে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠান থেকে বিভিন্ন মাপের আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।গবেষকেরা ধারণা করছেন, প্লাস্টিকের
কাঠামোর তৈরি সাশ্রয়ী দামের আইফোনের ঘোষণাও আসতে পারে এ অনুষ্ঠান থেকেই।

Post a Comment