a mobile banking service

Free Web Hosting

Free Hosting

অ্যাপস কেনা যাবে বাংলাদেশি টাকায়

এবার বাংলাদেশি মুদ্রায় মোবাইল ফোনের অ্যাপস কেনা যাবে। এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) অ্যাপস স্টোর থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা অ্যাপস কিনতে পারবেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার ঢাকার গ্রামীণফোন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশে মোবাইল অ্যাপসের বিকাশ ও বহুল ব্যবহার নিশ্চিত করতে বাংলা ভাষায় অ্যাপস তৈরি বাড়াতে হবে।’
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘সহজে অ্যাপস কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য এটি নতুন এক উদ্যোগ। আশা করছি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) ব্যবহারের মাধ্যমে অ্যাপসগুলো ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।’
ইএটিএলের প্রধান নির্বাহী
কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘দেশি মুদ্রায় অ্যাপস কেনার এমন উদ্যোগ এই প্রথম বাংলাদেশে চালু হয়েছে। এর মাধ্যমে অ্যাপস স্টোর থেকে গ্রাহকেরা বাংলা অ্যাপস কিনতে পারবেন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালেন বোনকেসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অ্যাপসের নানা বিষয় ভিডিও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান প্রথম আলোকে জানান, নতুন এই উদ্যোগের ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইএটিএল অ্যাপস স্টোর (www.eatlapps.com) থেকে গ্রামীণফোনের সংযোগ ব্যবহার করে অ্যাপস কিনতে পারবেন।
শুরুতেই ৪০ টাকা সমমূল্যের বিভিন্ন গেমস নিজের ব্যালেন্সে থাকা টাকা দিয়েই কেনা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য অ্যাপস কিনতে পারবেন গ্রাহকেরা। এ সুবিধার মাধ্যমে দেশিঅ্যাপস নির্মাতারাও লাভবান হবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

Post a Comment