অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে প্রতিদিন নানান অ্যাপস ব্যবহারের ফলে
কম্পিউটারের মতোই এতেও কিছু অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়। আর সেই সব ফাইল
জমা হতে থাকে অস্থায়ী মেমরিতে এবং ফোনের র্যামে। এসব ফাইল যত বেশি হয়,
তত ফোনের স্বাভাবিক কাজকে ধীরগতির করে দেয়। কাজের গতি ঠিক রাখতে এসব
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে র্যামের দখলকৃত জায়গা খালি করে দিতে পারলে
অ্যান্ড্রয়েডে কাজ হবে আরও দ্রুত। এটি সহজে করা যাবে ক্লিন মাস্টার নামের
জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে। এটি গুগল প্লে-স্টোরের
http://goo.gl/JjYQUG ঠিকানা থেকে ইনস্টল করে নিন। এর কাজ বুঝতে অ্যাপসটি
চালু করে Junk Files চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার Clean চেপে তা
পরিষ্কার করে নিন। এই কাজের মাধ্যমে আপনি ক্যাশ মেমোরি এবং অবশিষ্টাংশ ফাইল
মুছে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে ক্যাশে এবং অবশিষ্টাংশ
(রেসিডুয়াল) ফাইল মেমরিতে শত শত মেগাবাইট অপ্রয়োজনীয় জায়গা দখল করে
কাজকে ধীরগতির করে দেয়। একইভাবে এখানে থাকা Privacy, Tasks, App Manager-এ
আলাদাভাবে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে Clean চেপে সেগুলোর অপ্রয়োজনীয়
ফাইল মুছে ফেলুন। এর App Manager অপশন ব্যবহার করে ইনস্টল এবং চালু থাকা
অ্যাপসকে ব্যাকআপ এবং আন-ইনস্টল করাসহ অপ্রয়োজনীয় ফাইলও মুছে নেওয়া
যাবে। ওপরে ডানে ডিটেইলস আইকন চেপে Settings-এ গিয়ে Cache Reminder
নির্বাচন করে ক্যাশ মোছার কাজটি শিডিউলভাবে করা যাবে। তেমনিভাবে Frequency
অপশন ব্যবহার করে কমপক্ষে তিন দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয়
ফাইল মোছার কাজটি করে নেওয়া যাবে। Task Killer-এর Auto Kill ব্যবহার করে
ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনসহ যেকোনো অ্যাপসের স্বয়ংক্রিয় জায়গা
দখলমুক্ত করা যাবে। —মো. রাকিবুল হাসান
Post a Comment