a mobile banking service

Free Web Hosting

Free Hosting

ফোনের ইন্টারনেট ল্যাপটপে

স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েডের ২.১ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণে ফোনকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলা যায়। ফলে ফোনের ইন্টারনেটকে ওয়াই-ফাই সুবিধা আছে এমন যেকোনো যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
আপনার অ্যান্ড্রয়েডে ইন্টারনেট সংযোগ চালু রেখে ফোনের মেইন মেনু থেকে Settings-এ গিয়ে Wireless and networks-এ যান। এখানে Tethering and portable hotspot চেপে Portable Wi-Fi hotspot settings-এ ক্লিক করলে Configure portable Wi-Fi hotspot চালু হবে। এখানে Network SSID-GZ ProthomAlo-M21 বা নিজের পছন্দমতো নাম লিখে Security থেকে WPA2 PSK বেছে নিন। পাসওয়ার্ড ঘরে পছন্দমতো পাসওয়ার্ড লিখে Save বোতাম চাপুন। সফলভাবে সম্পন্ন হলে Portable Wi-Fi hotspot-এ ProthomAlo-M21 is active লেখা দেখাবে এবং অন্য যন্ত্রে ইন্টারনেট চালানোর জন্য সেটি উপযোগী হবে। এখন ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে উইন্ডোজ ৭-এর Win key + X চেপে Turn Wireless on করে নিলে স্বয়ংক্রিয়ভাবে ফোনের ওয়াইফাই নেটওয়ার্ক এখানে পেয়ে যাবে। টাস্কবারে ঘড়ির পাশের ওয়্যারলেস আইকনে ক্লিক করে ProthomAlo-M21 নেটওয়ার্কের নাম দেখালে সেটিতে ক্লিক করে Connect-এ ক্লিক করুন। Network Security key চাইলে হটস্পট তৈরিতে যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেটি এখানে লিখে ওকে করলে ইন্টারনেট সংযুক্ত হবে। অন্য অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে, মেইন মেনুতে থেকে Settings-এ গিয়ে Wireless and networks থেকে Wi-Fi চেপে সেটি সক্রিয় করে নিন। Wi-Fi settings-এ গেলে চালু থাকা যেকোনো ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যাবে। — মো. রাকিবুল হাসান

Post a Comment