a mobile banking service

Free Web Hosting

Free Hosting

আইফোন ৫এসের জবাবে গ্যালাক্সি এস৫!

স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের লড়াই এখন তুঙ্গে। ১০ সেপ্টেম্বর আইফোন ৫এস ও ৫সি নামে দুটি মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং ‘গ্যালাক্সি এস৫’ নামে একটি স্মার্টফোন বাজারে আনতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের এপ্রিল মাসনাগাদ ধাতব কাঠামোর গ্যালাক্সি এস৫ বাজারে আনতে পারে স্যামসাং। এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা টাইজেন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যুক্ত করার সম্ভাবনাও দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টি৩-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং সম্প্রতি ভিয়েতনামের প্রকৌশলীদের নিয়ে ধাতব অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম কাঠামোর স্মার্টফোন তৈরির বিষয়টি পরীক্ষা করে দেখছে।
১০ সেপ্টেম্বর অ্যাপলের নতুন ৬৪ বিট চিপের আইফোন ৫এস বাজারে ছাড়ার ঘোষণার পরপরই এবার ৬৪ বিট চিপের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ হতে পারে সেই স্মার্টফোন।
স্যামসাং ইলেকট্রনিকসের উপপ্রধান নির্বাহী শিন জং কিউন বলেন, ‘পরবর্তী সময়ে আমরা আমাদের স্মার্টফোনে নতুন এই চিপ সংযুক্ত করব, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দেবে।’

Post a Comment