বন্ধুরা, আমরা যারা নেট ইউজার আছি সবাই অন্তত একটি বিষয়ে একমত হব। আর সেটি হল, আমাদের সবার পিসিতেই একাধিক ব্র্রাউজার ইন্সটল করতে হয়। কারন এক এক ব্রউজারে একেক ধরনের সুবিধা । আবার অন্যদিকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা ফেসবুক ব্রাউজ করা সহ নানা কাজের জন্য আলাদা আলাদা ব্রাউজার বা সফটওয়ার সেটাপ দিতে হয়। কিন্তু আমি তোমাদের এমন একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব যার মধ্যে নানা ধরনের ফিচার রয়েছে। যার কারনে তোমাকে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে আলাদা কোন সফটওয়ার এর প্রয়োজন হবে না। আবার সফটওয়ারটি সেটাপ দেবার সাথে সাথে ব্রাউজারের আউকন ছাড়াও তোমার ডেস্কটপে আরও দুটি আইকন দেখা যাবে তার একটি হল ইউটিউব অন্যটি ফেসবুকের। তার মানে ফেসবুক এবং ইউটিউবের জন্য আলাদা ব্যবস্থা!!!! তাহলে ডাউনলোড কর আর দেখ আর কি কি আছে এর মধ্যে !!! ও ভাল কথা এতক্ষনে ব্রাউজারটির নামই তো বলা হল না। যাদের আগে থেকে ডাউনলোড করা আছে তাদের তো দরকার নেই। ব্রাউজারটির নাম হল Torch ব্রাউজার। এটি গুগল এর একটি প্রডাক্ট----------ডাউনলোড কর এখান থেকে- ফাইলটির সাইজ ৩৬ মেগাবাইট মাত্র। ধন্যবাদ সবাইকে
-এডমিন