a mobile banking service

Free Web Hosting

Free Hosting

একই সাথে একটি কম্পিউটারে ব্যাবহার করুন দুটি বা তার অধিক Skype অ্যাকাউন্ট

Skype এর নাম শুনে নাই এমন মানুষ খুব কমই আছে বোধ করি। তবে না শুনলেও সমস্যা নাই। এটি একটা ভিডিও এবং টেক্সট চ্যাট সফটওয়্যার । Skype এ সাধারণত  একই সময়ে একটি অ্যাকাউন্ট দিয়ে  লগ ইন করা যায় । তবে আপনি চাইলেই কিন্তু একের অধিক অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারেন । অনেক সময় দেখা যায় আপনি ফ্রীলাআন্সিং করছেন আপনার ক্লাইয়েন্ত এর সাথে আর আপনার আবার বন্ধু বান্ধব্দের খোজ খবর ও রাখা দরকার । আপনি চান দুই দুনিয়া আলাদা থাক । তখন আপনি এইকাজটা করতে পারেন । মানে দুই Skype account একসাথে চালাতে পারেন । আরো অনেক কারন থাকতে পারেন অইদিকে গেলাম না ।
তো আসুন কিভাবে করবেন একি সাথে একের অধিক অ্যাকাউন্ট লগ ইন । নিচের নির্দেশনা গুলো অনুসরন করুন , আশা করি হয়ে যাবে । আর আপনিও সিখে যাবেন এই Tricks টিঃ
skype logo একই সাথে একটি কম্পিউটারে ব্যাবহার করুন দুটি বা তার অধিক Skype অ্যাকাউন্ট
আপনি যদি উইন্ডোজ XP ইউজার হয়ে থাকেনঃ
  1. Windows taskbar থেকে , click করুন  Start > Run (অথবা  press করুন  Windows Key and R keys একসাথে আপনার কীবোর্ড থেকে)
  2. নিচের কমান্ড টি Quote সহ লিখুন আর এন্টার দিন অথবা Ok বাটন চাপুন
    “C:Program FilesSkypePhoneSkype.exe” /secondary 
আপনি যদি উইন্ডোজ Vista or উইন্ডোজ  7 ইউজার হয়ে থাকেনঃ
  1. উইন্ডোজ টাস্কবার থেকে,Start  ক্লিক করুন তারপর অনুসন্ধান করুন Run  (অথবা  press করুন  Windows Key and R keys একসাথে আপনার কীবোর্ড থেকে)
  2. নিচের কমান্ড টি Quote সহ লিখুন আর এন্টার দিন অথবা Ok বাটন চাপুন (৩২ বিট অপারেটিং এর ক্ষেত্রে)
    “C:Program FilesSkypePhoneSkype.exe” /secondary
  3. নিচের কমান্ড টি Quote সহ লিখুন আর এন্টার দিন অথবা Ok বাটন চাপুন (৬৪ বিট অপারেটিং এর ক্ষেত্রে)
    “C:Program Files (x86)SkypePhoneSkype.exe” /secondary
এইতো আশা করি আপনি দুই বা ততোধিক  skype রান করাতে পারবেন । প্রতি বার একি কমান্ড প্রয়োগ করুন।

মাত্র একটি ক্লিক করে আপনার কম্পিউটার পরিষ্কার করুন

কম্পিউটারে কাজ করলে বিভিন্ন ধরনের অসংখ্য টেম্পোর‌্যারি (অস্থায়ী) ফাইল তৈরি হয়। কাজ শেষে এই ফাইলগুলোর কোনো প্রয়োজন থাকে না। আর বেশি পরিমাণে এসব ফাইল জমে গেলে কম্পিউটারের গতিও কমে যায়। এজন্য অনেকেই রানে গিয়ে কমান্ড দিয়ে এ ধরনের ফাইল মুছে ফেলেন। অনেকেই বিভিন্ন সফটওয়্যারও ব্যবহার করেন।
image 49963 0 মাত্র একটি ক্লিক করে আপনার কম্পিউটার পরিষ্কার করুন
তবে রানে গিয়ে ফাইল মোছা অনেক সময় ও ঝক্কিঝামেলার ব্যাপার। যেমন: %Temp%, Recent, History, Temporary, Microsoft Office Recent,  Temporary,  Internet Files, system32\1054, prefetch, Cookies, Offline Web Pages, system32\wbem\Logs ইত্যাদি কমান্ড দিয়ে তারপর ডিলিট করতে হয়।
কিন্তু চাইলেই একটি মাত্র ব্যাচ ফাইল তৈরি করে এ ধরনের অপ্রয়োজনীয় সব ফাইল এক ক্লিকেই মুছে ফেলা যায়। এ জন্য নোটপ্যাডে একটি ব্যাচ ফাইল তৈরি করতে হবে। কাজটি খুব সহজেই করা সম্ভব।
নোট প্যাড ওপেন করুন। সেখানে নিচের কোডগুলো কপি-পেস্ট করুন।
@echo off
@echo.
del “C:\WINDOWS\Temp” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Recent” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temp” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\history” /s /q
del “c:\Documents and Settings\User_Name\local settings\temporary” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Application Data\Microsoft\Office\Recent” /s /q
del “C:\Documents and Settings\User_Name\Local Settings\Temporary Internet Files” /s /q
del “C:\WINDOWS\system32\1054″ /s /q
del “c:\windows\prefects” /s /q
del “C:\Program Files\Uninstall Information” /s /q
del “c:\Documents and Settings\User_Name\Cookies” /s /q
del “C:\WINDOWS\Offline Web Pages” /s/q
del “C:\WINDOWS\Prefetch” /s/q
del “C:\WINDOWS\system32\wbem\Logs\*.log” /s/q
del “C:\WINDOWS\*.log” /s/q
msg %username% “Remover – By User_Name ”
exit
pause
@end
একই সঙ্গে ইউজার নেমে একটি নাম লিখুন। এজন্য কম্পিউটারের  লগইন করা নামটি Documents and Settings থেকে চেক করে নিন। এবার File > Save As এ ক্লিক করুন । File Name: Clear.bat এবং Save as type : All files সিলেক্ট করুন। এখন এটি ডেস্কটপে Save করুন।
তৈরি হয়ে গেলো ব্যাচ ফাইল। এখন শুধু এর ওপর ডাবল ক্লিক করলেই নিমেষেই সব অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার হয়ে যাবে।